Tuesday 16th of April 2024
Home / আঞ্চলিক কৃষি / সিলেটে বারি’র সবজি ও মসলা চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ

সিলেটে বারি’র সবজি ও মসলা চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ

Published at অক্টোবর ২, ২০২১

ভাসমান বেডে বছরব্যাপী সবজি ও মসলা চাষ বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ, সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজ্রুল।

শহীদ আহমেদ খান  (সিলেট) : সিলেট অঞ্চলে আধুনিক পদ্ধতিতে ভাসমান বেডে বছরব্যাপী সবজি ও মসলা চাষ বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শনিবার (২ অক্টোবর) দুপুরে নগরীর উপশহরস্থ বিএআরআই হল রুমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিটিউট সরেজমিন গবেষণা বিভাগ সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক ড. মুজিবুর রহমান, মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউস সিলেটের ঊর্ধ্বতন বৈজ্ঞান কর্মকর্তা ড. এনায়েত উল্লাহ।

ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের অর্থায়নে ও সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টিটিউট (বারি) সিলেট আয়োজিত কর্মশালায় গোলাপগঞ্জ উপজেলার ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

কর্মশালায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ সহ বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।

 

 

 

This post has already been read 992 times!