Wednesday 24th of April 2024
Home / আঞ্চলিক কৃষি / বরিশালে কৃষি মন্ত্রাণলয়ের অধীনস্থ কর্মকর্তাদের সাথে অতিরিক্ত সচিবের মতবিনিময়

বরিশালে কৃষি মন্ত্রাণলয়ের অধীনস্থ কর্মকর্তাদের সাথে অতিরিক্ত সচিবের মতবিনিময়

Published at ডিসেম্বর ১৮, ২০২১

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি মন্ত্রাণলয়ের অধীনস্থ কর্মকর্তাদের সাথে অতিরিক্ত সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি উইং) ড. মো. রুহুল আমিন তালুকদার।

ডিএই’র অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও এফএও’র সিনিয়র অ্যাডভাইজার মো. মাহমুদ হোসেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হৃদয়েশ^র দত্ত, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন,  মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন এবং উপসচিব এস এম ইমরুল হাসান।

ডিএই বরিশালের অতিরিক্ত উপপরিচালক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক মো. রমিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দক্ষিণাঞ্চলের কৃষিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টায়ই তা সম্ভব। তাহলেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব। দেশ হবে উন্নত।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রাণলয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 2562 times!