Tuesday 23rd of April 2024
Home / ফসল / ধান চিটা হওয়ার কারণ ও সমাধান

ধান চিটা হওয়ার কারণ ও সমাধান

Published at এপ্রিল ৬, ২০২১

সমীরন বিশ্বাস : স্বাভাবিক ভাবে ধানে শতকরা ১৫-২০% চিটা হয়ে থাকে। চিটার পরিমান এর চেয়ে বেশী হলে ভাবতে হবে থোর থেকে ফুল ফোটা এবং ধান পাকার আগ পর্যন্ত ফসল কোন না কোন বিপদের শিকার হয়েছে, যেমন- অতি ঠান্ডা, বা গরম, খরা, অতি বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা, পোকা ও রোগ বালাই।

ঠান্ডা: তে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রী সেলসিয়াস কাইচ থোর থেকে থোর অবস্থা পর্যন্ত , ধান চিটা হওয়ার জন্য সংকট তাপমাত্রা। ৫-৬ দিন শৈত্য প্রবাহ চলতে থাকলে অতিরিক্ত চিটা হওয়ার আশঙ্কা থাকে। রাতের তাপমাত্রা কমে গেলেও, যদি দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াসের বেশী থাকে তা হলেও চিটা হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

গরম: ধানের অসহনশীল তাপমাত্রা হলো ৩৫ ডিগ্রী সেলসিয়াস বা তার বেশী। ফুল ফোটার সময় ১-২ ঘন্টা এ তাপমাত্রা বিরাজ করলে অতিরিক্ত চিটা হয়ে যায়।

খরা: খরার কারণে শাখা বৃদ্ধি কম হয়, বিকৃত ও বন্ধ্যা  ধানের জম্ম দেয়ায় ধান চিটা হয়ে যায়

ঝড়ো বাতাস: অতি ঝড়ো বাতাসে গাছের প্রস্বেদন প্রক্রিয়া বাধা পায়, এতে ফসলের অঙ্গ গঠনে বাধা পায়। ঝড়ো বাতাসে পরাগায়ন,গর্ভ ধারন,ও চালের বৃদ্ধি ব্যাহত হয়। ফলে ধানে খয়রি ও কালো দাগ পড়ে এবং ধান চিটা হয়ে যেতে পারে।

শৈত্য প্রবাহ:

– ধানের চারা মারা যায়।

–  কুশির সংখ্যা কমে যায়

–  ধান গাছ হলুদ হয়ে যায়

–  থোর থেকে শিষ বের হতে পারে না

–  শিষের আগার ধান চিটা হয়ে যায়

– গরম ও ঝড়ো বাতাসে ধান চিটা হয়ে যেতে পারে

করনীয়:

– জমিতে সর্বদা পানি রাখতে হবে

– বিঘাপ্রতি ৫কেজি এমওপি সার উপরি প্রয়োগ করা যেতে পারে

– এমওপি সার ১০ লিটার পানিতে ১০০ গ্রাম মিশিয়ে ৫ শতকে স্প্রে করুন।

– উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন।

লেখক: সম্বয়কারী, সিসিডিবি,ঢাকা।

This post has already been read 4486 times!