Friday 19th of April 2024
Home / খাদ্য-পুষ্টি-স্বাস্থ্য / দেশে খাদ্যের অনেক মজুদ রয়েছে -খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যের অনেক মজুদ রয়েছে -খাদ্যমন্ত্রী

Published at আগস্ট ২, ২০২১

নওগাঁ (পোরশা) : দেশে খাদ্য সংকট হবে না আর মজুদের জন্য স্থান সংকটও হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২ আগস্ট) পোরশা উপজেলার নিতপুর লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি)  পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে খাদ্যের অনেক মজুদ রয়েছে। খাদ্য মজুদের জায়গার অভাব হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ওএমএস দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হবে।

সাধন চন্দ্র মজুমদার অপর এক প্রশ্নের জবাবে বলেন, চাল সংগ্রহ ভালো হচ্ছে। কোথাও খারাপ চাল দিলে সেটা রিজেক্ট করা হচ্ছে। কেউ যদি খারাপ চাল সংগ্রহ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পরিদর্শনকালে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জি এম ফারুক হোসেন পাটওয়ারীসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

This post has already been read 2647 times!