Friday 19th of April 2024
Home / অন্যান্য / দেশের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

দেশের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Published at নভেম্বর ৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ নিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর)  সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রোটারি ক্লাব অব ঢাকা ড্রিমার্স-এর ১ম অভিষেক অনুষ্ঠান ২০২০-২১-এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

রোটারি ক্লাব অব ঢাকা ড্রিমার্স-এর ডিস্ট্রিক্ট গভর্নর মোঃ রুবায়েত হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রোটারি ক্লাব অব ঢাকা ড্রিমার্স এর ২০২০-২১ সালের সভাপতি শাহ হোসেনসহ রোটারি ক্লাব অব ঢাকা ড্রিমার্স এর বোর্ড সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, “আমরা সকলে মিলেই রাষ্ট্র। কর্তব্য এবং দায়িত্ব পারস্পরিক। নাগরিকদের রাষ্ট্রের প্রতি কর্তব্য আছে। রাষ্ট্রেরও দায়িত্ব আছে নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার। নাগরিকরা যথাযথভাবে কর্তব্য পালন করলেই কেবল রাষ্ট্র সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে পারবে। সরকার একা সবকিছু করতে পারে না। সরকারের অংশ আমরা সবাই। সে জায়গা আমাদের বিশ্বাস করতে হবে এবং ধারণ করতে হবে। দেশের কল্যাণে সকলকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে  রোটারি ক্লাব অসামান্য অবদান রেখে যাচ্ছেন।”

প্রধান অতিথি আরো যোগ করেন, “আমাদের স্বপ্ন দেখতে হবে। আমরা স্বপ্ন দেখেছি বিধায় নিজেদের টাকায় পদ্মা সেতু করতে পারছি, টানেল করতে পারছি। স্বপ্ন দেখেছি বিধায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সবচেয়ে বেশি। ”

সমাজ ব্যবস্থায় বৈষম্য থাকলে সে সমাজ কখনোই বেশিদূর এগোতে পারেনা উল্লেখ করে তিনি আরো বলেন,”নিজস্ব অবদানভিত্তিক সমাজ সবচেয়ে দায়িত্বশীল সমাজ। বিশ্বব্যাপী রোটারিয়ানগণ সে সমাজ গড়তে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের সংকটের সময় এবং ঝুঁকির ভেতরে রোটারির ভূমিকা সরকারের জন্য অনেক সহায়ক।”

This post has already been read 1714 times!