Thursday 28th of March 2024
Home / সংগঠন ও কর্পোরেট সংবাদ / জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায় গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায় গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন

Published at ফেব্রুয়ারি ২, ২০২১

গাজীপুর: “ভেটেরিনারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তরুন ভেটেরিনারিয়ানদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা গতকাল (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। জেলার শহীদ আহসান উল্লাহ যুব প্রশিক্ষণ কেন্দ্র  অডিটোরিয়াম গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন  উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভার শুরু হয়। এরপর দেশের শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।

গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা: এস. এম. উকিল উদ্দিন -এর সভাপতিত্বে এবং সম্মানিত অতিথি গাজীপুর সদর উপজেলার লাইভস্টক অফিসার ডা: সেলিম উল্লাহ উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডা. হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ডেইরি ফার্মারস এসোসিয়েশন -এর সভাপতি আকরাম হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাকৃবি প্রফেসর ড. শিকদার, ড. জীবন চন্দ্র দাস এবং ডা: তুহিনুর রহমান।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ এর মহাসচিব ও দি ভেট এক্সিকিউটিভ এর সাধারণ সম্পাদক  ডা. সাইফুল বাসার , বিভিএসএফ সভাপতি আবির, সাধারণ সম্পাদক রতন রহমান, গাজীপুর জেলা আওয়ামী লীগের বাসির, ডা. রকুনুজ্জামান পলাশ, গাজীপুর সদরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মিজানুর রহমান, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শিহাব উদ্দিন,  এগ্রোটেক গ্লোবাল বিডি নিউট্রিশন -এর ডা. জশিম উদ্দিন।

অনুষ্ঠানে ডা. হাবিবুর রহমান মোল্লা চমৎকার দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন, ডা. সাইফুল বাশার,  ডা. আবির ডা. রতন, ড.  শিকদার ড. জীবন, ডা. তুহিন, ডা. সেলিম, ডা. মিজান, ডা.  জসিম,   আকরাম  হোসেন বাদশা, শাহিন  ও বাসির প্রমুখ। তারা সকলেই GVSA এর সাথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বক্তব্য শেষে সকল সম্মানিত অতিথি- প্রধান অতিথি, সভাপতি, মাননীয় শিক্ষকবৃন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, বিভিএসএফ এর সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ, সকল অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয় এসোসিয়েশনের পক্ষ থেকে।

সভায় শুভেচ্ছা বক্তব্যে  GVSA এর সভাপতি মোহাইমিনুল ইসলাম পদ্ম এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতের সকল কাজে সবার  সহযোগিতার অনুরোধ করেন। সভায় ডা: সোহাইল আল মাহমুদ রাজ সহ একমি ল্যাবরেটরিজ লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে GVSA এর নেতৃবৃন্দ।

অচিরেই GVSA মাঠ পর্যায়ে কাজ শুরু করবে এবং প্রাণি স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

This post has already been read 2017 times!