Friday 19th of April 2024
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকপ্রতি প্রণোদনা প্রায় ১৯৬ টাকা!

করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকপ্রতি প্রণোদনা প্রায় ১৯৬ টাকা!

Published at ফেব্রুয়ারি ২২, ২০২১

প্রতীকি ছবি।

নিজস্ব প্রতিবিদক: মহামারি করোনা মোকাবিলা ও বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা দেয়া দিয়েছে সরকার। চলমান ২০২০-২১ অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ৫৭ লাখ কৃষকের মাঝে ৩৭২ কোটি টাকার প্রণোদনা বিতরণ করেছে কৃষি মন্ত্রণালয়। ৩৭২ কোটি টাকার মধ্যে করোনা ও বন্যায় ক্ষতি পুষাতে দেয়া হয়েছে ১১২ কোটি টাকার প্রণোদনা। সে হিসেবে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক মাথাপিছু পেয়েছেন ১৯৬.৪৯ টাকা। ‍কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রণোদনা কর্মসূচির আওতায় মোট জমির পরিমাণ ২৩ লাখ ৬৪ হাজার বিঘা।

অন্যদিকে রবি মৌসুমে মাসকলাই, মুগ, সূর্যমুখী, সরিষা, ভুট্টা প্রভৃতি উৎপাদন বৃদ্ধিতে দেয়া হয়েছে ৯০ কেটি টাকার প্রণোদনা। এছাড়া, বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে বিনামূল্যে বীজ সহায়তা বাবদ ১৩৬ কোটি টাকা, পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে ২৫ কোটি টাকা ও ৬১ জেলায় সমলয়ে হাইব্রিড বোরো ধান চাষের জন্য ৯ কোটি টাকার প্রণোদনা বিতরণ করা হয়েছে।

প্রণোদনার আওতায় রয়েছে বীজ, চারা, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনবার্সন সহায়তা খাতের বরাদ্দ হতে এ প্রণোদনা বিতরণ করা হয়।

This post has already been read 1675 times!