Friday 29th of March 2024
Home / আঞ্চলিক কৃষি / কমলগঞ্জে গ্রীষ্মকালীন টমেটো চাষীদের মধ্যে বীজ ও হরমোন বিতরণ

কমলগঞ্জে গ্রীষ্মকালীন টমেটো চাষীদের মধ্যে বীজ ও হরমোন বিতরণ

Published at সেপ্টেম্বর ২৮, ২০২১

বারি (সিলেট) -এর উদ্যোগে কমলগঞ্জের গ্রীষ্মকালীন টমেটো চাষীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল।

শহীদ আহমেদ খান (সিলেট) : সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি) সিলেট এর উদ্যোগে কমলগঞ্জের গ্রীষ্মকালীন টমেটো চাষীদের মধ্যে বীজ ও হরমোন বিতরণ করা হয়েছে। গত রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের মাধবপুরে স্হানীয় চাষীদের মধ্যে বীজ ও হরমোন বিতরন করেন বারি সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল।

তিনি প্রথমে টমেটো ক্ষেত পরিদর্শন করেন এবং পরে চাষীদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ড. নজরুল কৃষকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় তিনি গ্রীষ্মকালীন টমেটো চাষে বারি কতৃক উদ্ভাবিত নতুন জাতের টমেটো চাষের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। সভা শেষে তিনি স্হানীয় কৃষকদের মধ্যে বীজ ও হরমোন বিতরণ করেন।

This post has already been read 1632 times!