Friday 19th of April 2024
Home / অন্যান্য / ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস: মুজিববর্ষের অঙ্গীকার,সুরক্ষিত ভোক্তা অধিকার! 

১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস: মুজিববর্ষের অঙ্গীকার,সুরক্ষিত ভোক্তা অধিকার! 

Published at ফেব্রুয়ারি ১৯, ২০২০

আগামি ১৫ মার্চ ২০২০ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় হলো  “মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার”। চট্টগ্রামে দিবসটি উদযাপনের জন্য জেলা, উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এবং দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা শাখা সংগঠন সমুহের উদ্যোগে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রামে দিবসটি উযদাপন উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, চট্টগ্রাম জেলা প্রশাসন ও ক্যাব চট্টগ্রামের যৌথ উদ্যোগে আগামী ১৫ মার্চ সকাল ১০.০০মিঃ স্থানীয় সার্কিট হাজউ সম্মেলন কক্ষে “মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার”! শীর্ষক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকালে সুসজ্জিত ট্রাক র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুবুর রহমান ও ক্যাব এর কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা ১৯ ফেব্রুয়ারি ২০২০ ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ফয়জুল্লাহ।

আলোচনায় অংশ নেন ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব মহানগরের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি হাজী আবু তাহের, ক্যাব আকবর শাহ থানার সভাপতি ডা. মাসবাহ উদ্দীন তুহিন, সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রধান, ক্যাব পাঁচলাইশের সহ-সভাপতি সায়মা হক, যুগ্ন সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও থানার সভাপতি মো. জানে আলম, সাধারণ সম্পাদক ইসমাইল ফারুকী, সহ-সভাপতি সেলিম সাজ্জাদ, ক্যাব জামাল খানের সভাপতি সালাহউদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক নবুয়াত আরা সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক হেলাল চৌধুরী, ক্যাব ৭নং পশ্চিম ষোল শহর ওর্য়াডের সভাপতি হুমায়ুন কবির, ক্যাব পাঁচলাইশের নিজাম উদ্দীন খোকন, মুক্তা শেখ মুক্তি, রেশমী আকতার, ক্যাব পুর্ব ষোল শহর ওয়ার্ডের আবু ইউনুচ, ক্যাব ০৫নং মোহরা ওয়ার্ডের রুবি খান প্রমুখ।

সভায় চট্টগ্রাম জেলা ও জেলার সকল উপজেলা ও তৃণমূল পর্যায়ে ভোক্তাদের মাঝে বছরব্যাপী প্রচারণা কর্মসুচি পরিচালনার পাশাপাশি বিশ্ব ভোক্তা অধিকার দিবসকে সামনে রেখে নগরীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার ও নিরাপদ পোল্ট্রি বিষয়ে প্রচারণা কর্মসুচি পরিচালনা, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান, লিপলেট বিতরণ, সরকারী সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময়, অধি-পরামর্শ সভা আয়োজন সহ বিভিন্ন কর্মসুচি পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে বিশ্ববিদ্যালয় গুলিতে যুবদের অংশগ্রহনে বিশেষ প্রচারনা কর্মসুচি গ্রহনের কথা বলা হয়।

This post has already been read 2601 times!