Thursday 25th of April 2024
Home / খাদ্য-পুষ্টি-স্বাস্থ্য / শিশু ও মাতৃ মৃত্যুর হার অনেক কমেছে: অতিরিক্ত বিভাগীয় কমিশনার

শিশু ও মাতৃ মৃত্যুর হার অনেক কমেছে: অতিরিক্ত বিভাগীয় কমিশনার

Published at এপ্রিল ২০, ২০১৯

ফকির শহিদুল ইসলাম(খুলনা): সীমিত সম্পদের মধ্যেই জনগণের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। খুলনায় স্বাস্থ্য সেবায় অনেক এগিয়ে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলেও কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে সরকার। ইতোমধ্যেই শিশু মৃত্যু ও মাতৃমৃত্যুর হার অনেক কমে গেছে। নবজাতক, শিশু ও নারীদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কাংখিত উন্নতি হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বিকালে খুলনা স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে ‘জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার এসব কথা বলেন।

খুলনা জেলা স্বাস্থ্য বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে। খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈন উদ্দিন হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মো. মোতাহার হোসেন এবং ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি মো. ফিরোজ আহম্মেদ।

স্বাগত বক্তব্য রাখেন, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহবুবুর রহমান। সভা পরিচালনা করেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।এর আগে অটিজম ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে খুলনা জেনারেল হাসপাতালে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদান ও অঙ্গ-প্রত্যঙ্গ দানে উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

This post has already been read 2604 times!