Friday 19th of April 2024
Home / অন্যান্য / শান্তিতে নোবেল পাওয়ায় ডব্লিউএফপি’কে কৃষিমন্ত্রীর অভিনন্দন

শান্তিতে নোবেল পাওয়ায় ডব্লিউএফপি’কে কৃষিমন্ত্রীর অভিনন্দন

Published at অক্টোবর ৯, ২০২০

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) অভিনন্দন জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশসহ সারা বিশ্বে খাদ্য নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার প্রয়াসে নিয়োজিত ডব্লিউএফপিকে এই পুরস্কারপ্রাপ্তি দারুণভাবে অনুপ্রাণিত করবে। বিশেষ করে মহামারি করোনার প্রভাবে যখন বিশ্বের অনেক দেশে খাদ্য নিরাপত্তা চরম ঝু্ঁকির মধ্যে রয়েছে তখন এই পুরস্কারপ্রাপ্তি সংস্থাটিকে তাদের উদ্যোগ আরও জোরালো করতে উৎসাহ দিবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তায় বিশ্বকে একযোগে কাজ করার বার্তাকে আরও শক্তিশালী করবে।

মন্ত্রী ডব্লিউএফপিকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করায় নরওয়েজিয়ান নোবেল কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।

This post has already been read 1362 times!