Friday 29th of March 2024
Home / আঞ্চলিক কৃষি / মুগ ডালের আবাদ বেশ লাভজনক  

মুগ ডালের আবাদ বেশ লাভজনক  

Published at মে ২১, ২০২০

নাহিদ বিন রফিক (বরিশাল): বারি উদ্ভাবিত মুগডালের ওপর এক কৃষক মাঠদিবস ২০ মে বরিশালের কৃষি গবেষণা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম। তিনি বলেন, মুগ এক জনপ্রিয় ডাল ফসল। রয়েছে আমিষের চমৎকার উৎস। খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিতে ভরপুর। বাজারমূল্যও ভালো। তাই মুগ ডালের আবাদ বেশ লাভজনক।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, এসও মো. রাজিউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, শর্মিলা দাস সেতু, স্মৃতি হাসনা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বারি উদ্ভাবিত ৮ ধরনের মুগডাল সম্পর্কে চাষিদের বিস্তারিত ধারণা দেওয়ার জন্যই এ মাঠদিবসের আয়োজন। অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলার ৮০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

This post has already been read 2387 times!