Tuesday 23rd of April 2024
Home / অন্যান্য / বরিশালের কৃষি যেন সারাদেশের জন্য মডেল হয়ে থাকে

বরিশালের কৃষি যেন সারাদেশের জন্য মডেল হয়ে থাকে

Published at এপ্রিল ২৮, ২০১৯

নাহিদ বিন রফিক (বরিশাল): “বরিশালের কৃষি যেন সারাদেশের জন্য মডেল হয়ে থাকে। আর তা রাজস্ব কর্মসূচির মাধ্যমেই সম্ভব। এতে অল্প খরচে কৃষির প্রযুক্তিগুলো চাষির দোরগোড়ায় পৌঁছানো যায়। তা যদি মাঠে সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়নে রাখতে পারবে বিরাট ভূমিকা।

রবিবার (২৮ এপ্রিল) নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে চলতি অর্থবছরের রাজস্ব অর্থায়নের এক আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইং’র অতিরিক্ত পরিচালক ড. আলহাজ উদ্দিন আহাম্মেদ এসব কথা বলেন।

ডিএই; বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস।

ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং’র উপপরিচালক (প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন) মো. ফজলুল হক, পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত, পিরোজপুরের উপপরিচালক আবু হেনা মো. জাফর, বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার আব্দুল অদুদ খান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন, বিএডিসির যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান, বিনার ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ আরো অনেকে।

This post has already been read 2323 times!