Thursday 28th of March 2024
Home / প্রাণিসম্পদ / ‘প্রাণিসম্পদ অর্গানোগ্রাম’ অবশেষে সচিব কমিটিতে পাশ

‘প্রাণিসম্পদ অর্গানোগ্রাম’ অবশেষে সচিব কমিটিতে পাশ

Published at সেপ্টেম্বর ২৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ খাতে জড়িত ভেটেরিনারিয়ান ও পেশাজীবীদের দীর্ঘদিনের দাবী ‘প্রাণিসম্পদ অর্গানোগ্রাম’ অবশেষে সচিব কমিটিতে পাশ হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে  প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২০ সালের ১২তম সভায় উক্ত অর্গানোগ্রাম পাশ হয়। এর ফলে সংশ্লিষ্ট খাতে জড়িত ভেটেরিনারিয়ান ও পেশাজীবীদের দীর্ঘদিনে দাবী পূরণের আরো এক ধাপ এগিয়ে গেল।

জুম অ্যাপস এর মাধ্যমে আয়োজিত সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রাণিসম্পদ অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে ৬২৮টি ক্যাডার পদ এবং ২৫৬৭টি নন-ক্যাডার পদসহ মোট ৩১৯৩টি পদ সৃষ্টি এবং ১২৬টি ক্যাডার পদ এবং ৩০টি নন-ক্যাডার পদসহ মোট ১৫৬টি পদ বিলুপ্তকরণের উদ্যোগ নিতে নির্দেশ দেয়া হয় । এছাড়াও উক্ত সভায় বাংলাদেশ গম ও ভুটা গবেষণা ইনস্টিটিউটের জনা রাজস্ব খাতে ২৩৬টি পদ সৃষ্টির উদ্যোগ নিতে নির্দেশ দেয়া হয় কৃষি মন্ত্রণালয়কে।

This post has already been read 3586 times!