Thursday 18th of April 2024
Home / সংগঠন ও কর্পোরেট সংবাদ / পোষা-প্রাণী ও গবাদিপশুর স্বাস্থ্যসেবায় বিভিএ’র জরুরি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

পোষা-প্রাণী ও গবাদিপশুর স্বাস্থ্যসেবায় বিভিএ’র জরুরি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

Published at এপ্রিল ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা ভাইরাস (COVID-19) এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে পোষা-প্রাণী ও গবাদিপশুর স্বাস্থ্যজনিত নানাবিধ সমস্যা মোকাবেলায় বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর পক্ষ থেকে অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারগনের সমন্বয়ে একটি জরুরি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সংগঠনের সভাপতি ডা. এস এম নজরুল ইসলাম ও মহাসচিব . মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা এ ব্যাপারে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নিম্নে উল্লিখিত ভেটেরিনারি ডাক্তারগণের নাম, পদবী ও মোবাইল নাম্বার দেয়া হলো যারা উক্ত সেবায় নিয়োজিত থাকবেন:

নং নাম, পদবী মোবাইল নং
ডা. মো. শাহিনুর ইসলাম, থানা প্রাণিসম্পদ কর্মকর্তা, লালবাগ, ঢাকা। ০১৭৬৯-৯১৯৯৯৯
ডা. মো. সাদ্দাম হোসেন, ব্যাবস্থাপনা পরিচালক, বার্ডস্ এন্ড পেট এনিম্যাল ক্লিনিক, চট্টগ্রাম ও রাজশাহী। ০১৬৮১-২৭২৬১৬

০১৮৩৩০৬০০২৪

ডা. আসাদুজ্জামান, ভেটেরিনারি অফিসার, আমেরিকান ডেইরি লিমিটেড ০১৭২৩-৩৫৩৬১০
ডা. সগীর ঊদ্দিন আহমেদ, ডা. সগীর’স পেট ক্লিনিক ও রিসার্চ সেন্টার, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ০১৯১২-২৫১৩১২
ড. মো. শফিউল্লাহ পারভেজ, লেকচারার, গণ বিশ্ববিদ্যালয় ০১৭২২-৭২৩৬৭৫
ডা. নাসির উদ্দিন, পিএইচডি ফেলো, চাইনিস একাডেমী অব সাইন্সেস ০১৭৩৯-৭০২০০৮
ডা. নুসরাত জাহান নিতু, লেকচারার, শেকৃবি, ঢাকা ০১৭৪৪-৭৫৪৪৪৫
ডা. দেলোয়ার হোসেন, লেকচারার, শেকৃবি, ঢাকা ০১৬৭৫-৮৯৩৯২৯
ডা. সাবিহা সালাম, লাইভস্টক অফিসার, লাইভস্টক ইউনিট, এস ডি আই (লোকাল এনজিও), ধামরাই অঞ্চল, ধামরাই, ঢাকা ০১৭২৩৮৩১০৮২
১০ ডা. আসিফ হোসেন, ঢাকা পেট ক্লিনিক, ঢাকা ০১৭৩৪৪৭৫০০৭

This post has already been read 2274 times!