Friday 29th of March 2024
Home / অন্যান্য / পাকুন্দিয়ায় কৃষক ও কৃষি কর্মকর্তাদের মতবিনিময়

পাকুন্দিয়ায় কৃষক ও কৃষি কর্মকর্তাদের মতবিনিময়

Published at অক্টোবর ১৭, ২০১৯

সাখাওয়াত হোসেন (কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের সাথে কৃষি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে উপজেলার কুমরী বঙ্গবন্ধু পরিষদ এ সভার আয়োজন করে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমরী বঙ্গবন্ধু পরিষদ প্রাঙণে জিয়াউল হক বাতেনের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে কৃষকদের এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ। শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, মাহবুবুল আলম ও মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মো.বাবু মিয়া।

সভায় বক্তারা বলেন, কৃষিতে অনেক পরিবর্তন এসেছে। এসেছে নতুন নতুন জাত ও নতুন নতুন ফসল। শুধু ফসলের উৎপাদন নিশ্চিত করলে চলবে না, পুষ্টিকর ফসল উৎপাদনের কথাও চিন্তা করতে হবে। ফল বাগানসহ অন্যান্য উচ্চ মূল্যের ফসলের আবাদ বাড়াতে হবে। অফ সিজনের ফসল উৎপাদনের চেষ্টা করতে হবে। তবেই কৃষি কাজ করে লাভবান হওয়া যাবে। বিশ^ খাদ্য দিবসে এ রকম একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান বক্তারা।

পরে সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। কৃষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা ও কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য জানার বিষয়ে প্রশ্ন করেন। কৃষি কর্মকর্তারা সেসব প্রশ্নের উত্তর দেন।

This post has already been read 2622 times!