Friday 19th of April 2024
Home / অন্যান্য / পবিপ্রবি’র বহি:স্থ ক্যাম্পাসে ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন 

পবিপ্রবি’র বহি:স্থ ক্যাম্পাসে ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন 

Published at জুলাই ১৫, ২০১৯

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহি:স্থ ক্যাম্পাসে ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রংধনু এর উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় ক্যাম্পাসের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীদের হাতে যৌন নিপীড়ন বিরোধী বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মো. এস এম ইকবাল হোসেন বলেন, ”ধর্ষণ ও শিশু নিপীড়নের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষের প্রতিবাদ করা উচিত এবং এছাড়াও নারীদের আরো নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

This post has already been read 2415 times!