ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। রবিবার (১০ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের উদ্যােগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক র ্যালীর আয়োজন করা হয়। র ্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র অনুষদের শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। র ্যালী শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জয় বাংলা চত্বরে একটি সচেতনতামূলক পথনাট্য ও মহড়া অনুষ্ঠিত হয়।
অত্র অনুষদের শিক্ষার্থী ফাহিম রিদওয়ান এগ্রিনিউজ২৪.কম কে জানান, “দুর্যোগে সচেতনতা তৈরি ও দুর্যোগের ক্ষতি কমাতে এ ধরনের আয়োজন অত্যন্ত ফলপ্রসূ।
দূর্যোগ সম্পর্কীয় সচেতনতামূলক প্ল্যাকার্ড ও স্লোগানের মধ্য দিয়ে প্রস্তুতি দিবসের সমাপনী ঘটে।