Thursday 25th of April 2024
Home / সংগঠন ও কর্পোরেট সংবাদ / দেশের প্রথম নারী পোলট্রি উদ্যোক্তা মিসেস তৌহিদা হোসেন আর নেই

দেশের প্রথম নারী পোলট্রি উদ্যোক্তা মিসেস তৌহিদা হোসেন আর নেই

Published at জানুয়ারি ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম বাণিজ্যিক পোলট্রি ফার্ম এ্যাগস অ্যান্ড হেন্স -এর সাবেক পরিচালক, প্রথম নারী পোলট্রি উদ্যোক্তা মিসেস তৌহিদা হোসেন আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজেউন)। গতকাল রবিবার (২৪ জানুয়ারি) আনুমানিক রাত ৯ টার দিকে রাজধানীর নিকুঞ্জে অবস্থিত নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুমা তৌহিদা হোসেন দুই ছেলে এবং এক কন্যা, ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে দেশের পোলট্রি শিল্পে শোকের ছাঁয়া নেমে এসেছে। আজ সোমবার বাদ জোহর নিকুঞ্জ-১ জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ সবাই থেকে মরহুমার নামাজে জানাযায় অংশগ্রহণের অনুরোধ এবং দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৪ সনে তৎকালীন পূর্ব পাকিস্তান যা বর্তমান বাংলাদেশের গাজীপুরে এ্যাগস অ্যান্ড হেন্স নামে প্রথম বাণিজ্যিক পোলট্রি ফার্ম গড়ে উঠে। বলা হয়ে থাকে, স্বাধীন বাংলাদেশের পূর্বে এবং পরে এটিই দেশের প্রথম বাণিজ্যিক পোলট্রি ফার্ম।

This post has already been read 3914 times!