Friday 29th of March 2024
Home / আঞ্চলিক কৃষি / ঝালকাঠির নলছিটিতে ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন

ঝালকাঠির নলছিটিতে ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন

Published at জানুয়ারি ৭, ২০২১

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির নলছিটির উপজেলা পরিষদ চত্বরে আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভার্চুয়ালে কৃষিমেলা উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন আমু এমপি.। তিনি বলেন, স্বাধীনতার আগে এ দেশে লোকসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। এখন হচ্ছে ১৭ কোটি প্রায়। তখন খাবারের অভাব থাকলেও আজ আমরা খাদ্যে স্বংয়সম্পূর্ণ। এ অর্জন কৃষক এবং কৃষি বিভাগের। বর্তমান সরকারের দেওয়া কৃষি প্রণোদন এবং অন্যান্য সহযোগিতার কারণেই তা সম্ভব হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান এবং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোর্শেদা লষ্কর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি।

উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহম্মদ, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, কূলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতারুজ্জামান বাচ্চু, নাচনমহল ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সেলিম, প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বি.এম. কলেজের প্রভাষক মো. আমির হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম খান, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. কাজল হোসেন, সাবেক সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. মহসিন হাওলাদার, কৃষক জামাল হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর ইলিয়াস, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান শিকদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত তিন দিনের এ মেলায় ১১টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে কৃষির আধুনিক প্রযুক্তি এবং বাহারি ফল-সবজি স্থান পায়। মেলায় আগত দর্শণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা সৃষ্টি হয়।

This post has already been read 1879 times!