Thursday 25th of April 2024
Home / অন্যান্য / জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের  মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের  মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

Published at মে ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অধ্যাপক ও প্রখ্যাত শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মন্ত্রী আজ (বৃহস্পতিবার, ১৪ মে) এক শোক বার্তায় মরহুম ড. আনিসুজ্জামানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “দেশের শিক্ষাক্ষেত্রে ড. আনিসুজ্জামান ছিলেন এক উজ্জ্বল বাতিঘর। তাঁর মতো কিংবদন্তী শিক্ষাবিদের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর শূন্যস্থান পূরণ হবার নয়। শিক্ষাক্ষেত্রে তাঁর অনবদ্য অবদান ও তাঁর বর্ণাঢ্য কর্মজীবন এদেশের ইতিহাসে তাঁকে স্মরণীয় করে রাখবে।”

This post has already been read 2221 times!