Tuesday 19th of March 2024
Home / মৎস্য / জাটকা রক্ষায় আসছে “কম্বিং অপারেশন”

জাটকা রক্ষায় আসছে “কম্বিং অপারেশন”

Published at জানুয়ারি ৬, ২০২০

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: দেশের চলমান জাটকা রক্ষা কার্যক্রমকে  অধিকতর বেগবান করার লক্ষ্যে জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় ১ম ধাপে ০৭ জানুয়ারি হতে ১৩ জানুয়ারি পর্যন্ত ৭ দিন এবং ২য় ধাপে ২১ জানুয়ারি হতে ২৮ জানুয়ারি পর্যন্ত ৮ দিনসহ দুই ধাপে ১৫ (পনের) দিনব্যাপী ১৩টি জেলায়: ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুরে মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং অন্যান্য অবৈধ জাল নির্মূলে “ সম্মিলিত বিশেষ অভিযান-২০২০” পরিচালিত হবে। এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।

মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপকূলীয় বেহুন্দি জাল এবং কারেন্ট জাল দিয়ে সারাবছর দেশের সকল নদী ও উপকূলীয় এলাকাতে মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এমতাবস্থায়, জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় এই সকল ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধ এবং এসব জাল দিয়ে মাছ ধরা থেকে

This post has already been read 2051 times!