Thursday 28th of March 2024
Home / প্রাণিসম্পদ / খুলনায় হরিণের মাংসসহ দুই চোরা শিকারী আটক

খুলনায় হরিণের মাংসসহ দুই চোরা শিকারী আটক

Published at ডিসেম্বর ২৫, ২০১৭

ফকির শহিদুল ইসলাম(খুলনা):
খুলনায় হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কয়রা থানা পুলিশ স্থানীয় জোড়শিং গ্রামের একটি ঘর থেকে তাদের আটক করে। এ ঘটনায় ছয় শিকারীকে আসামি করে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কয়রা থানার এসআই কামরুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে স্থানীয় দক্ষিণ বেদকাশির জোড়শিং গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বেড়িবাঁধের পাশে একটি ঘরে সুন্দরবন থেকে শিকার করে আনা হরিণ জবাই করে মাংস কাটা হচ্ছিল। ঘটনাস্থল থেকে ২০ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে জোড়শিং গ্রামের নূর মোহাম্মদ গাজীর ছেলে হুমায়ূন কবির হুদা (৪০) ও ৬নং কয়রা গ্রামের আমান উল্লাহ’র ছেলে খোকন মোল্লা (৪৮)।

এ ঘটনায় আটক দুজনসহ মোজাম্মেল গাজী, সলেমান গাজী, গোলাম রসুল গাজী ও বাবুল গাজীকে আসামি করে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে খুলনা জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

This post has already been read 2765 times!